ফের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ

ফের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ

ফের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ
ফের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড কিং খ্যাত অভিনেতা শাহরুখ খান। অভিনয় দক্ষতার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। এবার সমাজ সেবামূলক কাজের জন্য যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব ল তাকে প্রদান করল সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।

গতকাল বৃহস্পতিবার গ্র্যাজুয়েশন সিরিমনিতে ৩৫০ জন শিক্ষার্থীর সামনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খান লিখেছেন, ‘আমাকে এই সম্মান প্রদানের জন্য ইউনিভার্সিটি অব ল-কে ধন্যবাদ এবং যে সকল শিক্ষার্থী স্নাতক ডিগ্রি লাভ করেছেন তাদের জন্য শুভকামনা। এটি আমাদের মীর ফাউন্ডেশন টিমকে কঠোরভাবে কাজ করতে সাহস জোগাবে।’

দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি সফল প্রযোজক, টেলিভিশন সঞ্চালক, সমাজসেবী হিসেবে কাজ করছেন শাহরুখ। এছাড়া ভারত সরকারের হয়ে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনাও করছেন তিনি। পাশাপাশি মেক-অ্যা-উইশ ফাউন্ডেশনের মতো কিছু দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন মাই নেম ইজ খান অভিনেতা।

এক বিবৃতিতে শাহরুখ খান বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সমাজসেবা সবসময় গোপনে ও মর্যাদার সঙ্গে করতে হয়। কেউ যদি তার সমাজসেবা নিয়ে কথা বলে তাহলে এটির মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। আমি খুবই সৌভাগ্যবান যে জনগণের প্রতিনিধি হয়ে আমার অবস্থাকে কাজে লাগিয়ে সেরা কাজগুলো করতে পারছি, যা আমি মন থেকে পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘আমি নারীর ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিতদের পুনর্বাসন ও মানবাধিকার নিয়ে কাজ করছি। আমি মনে করি বিশ্ববাসীর কাছ থেকে আমি যা পেয়েছি আমাকে তার প্রতিদান দেয়া প্রয়োজন। আমাকে যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে তার জন্য আমি সম্মানিতবোধ করছি এবং আমাকে যারা এর জন্য নির্বাচিত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

শাহরুখ খানের অলাভজনক সংস্থা মীর ফাউন্ডেশন মূলত এসিড আক্রান্ত ব্যক্তি ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। এসিড আক্রান্তদের নিয়ে কাজ করায় ২০১৮ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে শাহরুখ খানকে ক্রিসটাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া এর আগে দ্য ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার ও দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এ অভিনেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com