স্পেশাল করেসপন্ডেন্ট:
রোববার (০৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজালের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৩১ ডিসেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।’
মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে। এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ায়।
২০০৯ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন সামীম মোহাম্মদ আফজাল।
Leave a Reply