লোকালয় ডেস্কঃ পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হবে জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন গান। ‘ঝড়’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত পরিচালনাও করেছেন হাবিব ওয়াহিদ।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আর এতে চমক হিসেবে থাকছেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা অত্যন্ত ব্যতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করি, শ্রোতারাও উপভোগ করবেন।’
হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিও-তে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে এবারের ভিডিওটির গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা। তাও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়! মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত এবং তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে ফাইটিংয়ের দৃশ্যটি বেশ উপভোগ করেছি।’
মিউজিক ভিডিও-তে হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন তার বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন শার্লিনা হোসেন। এছাড়াও রয়েছেন অদিত রহমান এবং প্রীতম হাসান।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। পয়লা বৈশাখে গানচিলের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।
Leave a Reply