দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের দিনাজপুর ফুলবাড়ী-পার্বতীপুর আমলী আদালত-৫ এ হাজির করা হলে বিচারক মো. ইসমাইল হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন- জেলার পার্বতীপুর উপজেলার ধুপিপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাইসুল ইসলাম সোহেল (৩২) ও একই উপজেলার মোজাফ্ফর নগর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মিনহাজুল ইসলাম (৩৫)। তারা দু’জনই ছাত্রলীগের নেতা বলে জানা যায়।
এরআগে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই যুবককে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply