ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এদিকে একই জেলার নগরকান্দার তালমার মোড় নামক স্থানে মা মেয়েসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু ও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ধুলদী ও বিকাল ৩ টার সময় তালমার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে বরিশাল গামী কমফোর্ট লাইন পরিবহণের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ফরিদপুরে নগরকান্দার তালমা মোড় নামক এলাকায় আরকে ট্রাভেলস নামে আর একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-সন্তান মারা যায়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।

ফরিদপুরের ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানাবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com