প্রধানমন্ত্রীর দুবাই সফরে সই হবে তিন সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর দুবাই সফরে সই হবে তিন সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর দুবাই সফরে সই হবে তিন সমঝোতা স্মারক
প্রধানমন্ত্রীর দুবাই সফরে সই হবে তিন সমঝোতা স্মারক

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দুবাই এয়ার শো’তে যোগদানের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। হবে তিনটি সমঝোতা স্মারক সই।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর আরব আমিরাত সফর করবেন। তিনি দুবাই এয়ার শোতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে।

যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো- বাংলাদেশ-আমিরাত বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা, দুই দেশের ইকোনমিক জোনের মধ্যে সহযোগিতা এবং আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে ল্যান্ড প্রটোকল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের শাসকের বৈঠকও হবে।

প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, দুবাইতে অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক এয়ার শো ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com