লোকালয় ডেস্কঃ করোনাভাইরাসের কারণে মানুষের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। কিন্তু এই ভাইরাসের প্রভাব ঠিক কতটা পড়েছে, তা নিশ্চিতভাবে জানতে এবারই প্রথম উদ্যোগ নেয়া হলো।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইশা এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাস্কা যৌথ উদ্যোগে একটি ড্যাশবোর্ড (https://eodashboard.org) তৈরি করেছে।
স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ওপর করোনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করে, তা ড্যাশবোর্ডে তুলে ধরছে বিশ্বের স্বনামধন্য এই তিন মহাকাশ সংস্থা।
প্রজেক্টটি প্রসঙ্গে নাসার সায়েন্স মিশনের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাটমাস জুরবুচেন বলেন, বিশ্বের ওপর বড় প্রভাব ফেলছে করোনাভাইরাস, যা আমরা মহাকাশ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা তিন মহাকাশ সংস্থা বুঝতে পারছিলাম, এক্ষেত্রে যদি একত্রে কাজ করি তাহলে এই চলমান সংকট বিশ্লেষণের জন্য আরো শক্তিশালী পদক্ষেপ নেয়া সম্ভব হবে।
বাংলাদেশসহ অন্যান্য দেশের নানান তথ্য রিয়েল টাইমে জানা যাবে। বিশেষ করে কৃষি উৎপাদন, গ্রিনহাউস গ্যাস, বাতাসের গুণগতমান, পানির গুণগতমান, বিমানবন্দর ও নৌবন্দরে করোনার প্রভাবের তথ্য দেখা যাবে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply