ভারতের দক্ষিণের কেরালা রাজ্যে পিটিয়ে হত্যার ভিডিও এবং সেই সময় ‘দর্শকদের’ তোলা সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে। পিটিয়ে হত্যার ঘটনা এবং ওই সেলফির ব্যাপারে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে দু’জনকে আটক করেছে পুলিশ। ওই ভিডিওতে দেখা গেছে, হাত বাঁধা অবস্থায় উপজাতীয় এক লোককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এ সময় কয়েকজন লোক ঘটনাটা দেখতে দেখতে সেলফিও তুলছে।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পালাক্কাড জেলায়। জানা গেছে, মধু নামের নিহত ওই লোকটিও সেখানকারই বাসিন্দা। চুরির অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কেরালা পুলিশের একজন কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply