সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আম্ফানের তাণ্ডব শুরু

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আম্ফানের তাণ্ডব শুরু

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ভারতে উড়িষ্যার উপকূল থেকে এখনো ৪২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে সুপার সাইক্লোন আম্ফান। তবে এরইমধ্যে এর প্রভাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে। এর সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়াও বইছে।

ঝড়টির অবস্থান প্রসঙ্গে ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের কর্মকর্তা এইচআর বিশ্বাস এনডিটিভিকে জানিয়েছেন, উড়িষ্যার পারাদ্বীপ থেকে সুপার সাইক্লোন আম্ফান ৪২০ কিলোমিটার এবং দিঘা দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

উড়িষ্যার বিশেষ কমিশনার পিকে জানা এনডিটিভিকে জানিয়েছেন, আম্ফানের তাণ্ডব থেকে বাঁচাতে ১১ লাখ মানুষকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

উড়িষ্যার মতো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘায় শুরু হয়েছে আম্ফানের তাণ্ডব। মঙ্গলবার রাত থেকে প্রবল বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। এটি বাংলাদেশের ক্ষেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে আম্ফান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com