পদ্মা সেতুতে কাল বসবে আরেকটি স্প্যান

পদ্মা সেতুতে কাল বসবে আরেকটি স্প্যান

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  আগামীকাল বুধবার পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হবে। স্প্যানটি ২৫ এবং ২৬ নম্বর পিলারের ওপর বসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু বিভাগ জানিয়েছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে বলে ওইদিন ফেরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিন সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সকল ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

এরইমধ্যে ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।

মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১তম স্প্যানটি বসানো হলে আর ১০টি স্প্যান বাকি থাকবে। জানা গেছে, চলতি বছরের নভেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে,মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com