স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার পইলে চুরি করার সময় জনতার হাতে ১ চোরকে আটক করা হয়েছে । মঙ্গলবার (২৫ অক্টোবর) গভীর রাতে পইল গ্রামের মাইজ হাটি এলাকায় এই ঘটনাটি ঘটে। আটককৃত চোর ওই এলাকার ছমদ আলীর ছেলে। জানা যায়, ওই গ্রামের রজব আলী মিয়ার ঘরে পরিবারের লোকজন ঘুমন্ত অবস্থায় কৌশলে ঘরের টিনের বেড়া ফাঁক করে চুরি করার উদ্দেশ্যে মোঃ তাজুল মিয়া (২২) নামের ওই যুবক প্রবেশ করে। প্রবেশ করার পর ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করতে থাকে এতে শব্দ হলে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। এরপর তাজুলকে ধরে হুল্লোড় করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। বুধবার (২৬ অক্টোবর) ভোর ৫টার সময় তাকে সদর থানায় নিয়ে চুরির অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করা হয়। উল্লেখ্য তাজুলকে আটক করার পর, উপস্থিত জনতা ভিডিও করেন ওই ভিডিওতে সে স্বীকার করে একই ঘরে এর আগে ৪থেকে ৫বার সে চুরি করেছে। এ বিষয়ে ইতিপূর্বে ভুক্তভোগী রজব আলী হবিগঞ্জ সদর থানায় জিডি এন্ট্রিও করেছেন।
Leave a Reply