সংবাদ শিরোনাম :
নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে খায়ের মৃধা নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পারমল্লীকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।

 

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। তবে পুলিশের গুলিতে নয় স্থানীয়দের গুলিতে ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লীকপুর গ্রামের মৃধা গ্রুপের হিমু মেম্বার এবং ঠাকুর গ্রুপের দুলাল ঠাকুরের সমর্থকদের মাধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে ১২ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে খায়ের মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। মৃত খায়ের মৃধা হিমু গ্রিপের সমর্থক বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com