সংবাদ শিরোনাম :
নৌমন্ত্রীর পদত্যাগ দাবি নিপীড়নবিরোধী শিক্ষকদের

নৌমন্ত্রীর পদত্যাগ দাবি নিপীড়নবিরোধী শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক : নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা। একই সাথে তারা শনিবার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলারও প্রতিবাদ জানিয়েছেন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষক’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এসময় হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনে সরকারের প্রতি আহ্বান এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষকরা।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং আশা করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করবে।’

চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি এবং দায়ের হওয়া মামলা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক ফেরদৌস।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীমউদ্দিন খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া লুৎফা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com