লোকালয় ডেস্কঃ পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা না পেয়ে তারেক (৩২) নামের এক যুবক পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় পরে পুলিশ তাকে আটক করে।
১৭ এপ্রিল, মঙ্গলবার নেছারাবাদ উপজেলার বলিহারী গ্রামে এ ঘটনা ঘটে। তারেক বলিহারী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- তারকের বোন নাসরিন (৩৫), প্রতিবেশী কবির হোসেন (৪৪), স্ত্রী মুর্শিদা বেগম (৩৫), মেয়ে ঐশী (৮) ও তানজিলা (৬)।
তারেকের বাবা ছিদ্দিকুর রহমান জানান, সকালে নেশার জন্য টাকা চায় তারেক। সে টাকা দিতে না চাইলে তারেক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর চেষ্টা করে। এ সময় তিনি প্রতিবেশী কবিরের ঘরে আশ্রয় নেন। পরে ক্ষুব্ধ তারেক পাঁচ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাজমুল হাসান মাসুদ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। গুরুতর আহত নাসরিন ও কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তরিকুল ইসলাম জানান, হামলাকারী তারেককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply