সংবাদ শিরোনাম :
নেইমারসহ লালকার্ড দেখল ৫ জন, হারল পিএসজি

নেইমারসহ লালকার্ড দেখল ৫ জন, হারল পিএসজি

http://lokaloy24.com/

লোকালয় ডেস্কঃ

লিগ ওয়ানে মার্শেইয়ের কাছে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ১৯৮৪ সালের পর এই প্রথম লিগ ১-এ শুরুর দুই ম্যাচে হার দেখল পিএসজি।

তবে রোববার রাতের ম্যাচটি ছিল পিএসজির জন্য চরম হতাশাজনক। এদিন লালকার্ড দেখতে হয়েছে দলের সেরা তারকা নেইমারকে।

মূলত পুরো খেলাতেই লাল ও হলুদকার্ডের বন্যা বইয়ে দিয়েছেন রেফারি। লাল-হলুদ মিলে এ ম্যাচে ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম!

নেইমারসহ পিএসজির তিনজন ও মার্শেই থেকে দুজনসহ ৫ জনকে লালকার্ড দেখিয়েছেন রেফারি।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউল কেন্দ্র করেই লালকার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ওই সময় ধাক্কাধাক্কির পর লাথি মারতেও দেখা যায় দুই দলের খেলোয়াড়কে। এমন শিষ্টাচারবহির্ভূত ঘটনায় রেফারি পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে লালকার্ড দেখান।

তবে এমন লড়াইয়ের ম্যাচে জয় হয় মার্শেইয়ের। ম্যাচের ৩১তম মিনিটে একমাত্র গোলটি করেন মার্শেইয়ের ফ্লোরিয়ান থাওভিন।

ফল ম্যাচে লিগ ১-এ ০-১ গোলে হেরে মাঠ ছাড়ে পিএসজি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com