সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে-খালেদা জিয়া

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে-খালেদা জিয়া

লোকালয় সবাদ : আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণকে অবাধে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।

‘জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তন অন্য কোনোভাবে নয়, পরিবর্তন আসতে হবে ভোটের মাধ্যমে। তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়। এসব করে তারা কীভাবে এককভাবে নির্বাচন করবে তার ষড়যন্ত্র করছে।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে মাইনাস করে নির্বাচন হবে? তখন দলের নেতারা সমস্বরে বলে ওঠেন, না ।

আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ইভিএন-টিবিএম চলবে না।

সেনা মোতায়েনের দাবি জানিয়ে খালেদা বলেন,  সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে,  সেনা মোতায়েন করতে হবে যাতে জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে।

খালেদা বলেন, তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়। আমরা ঐক্যবদ্ধ আছি, এটা হতে দেওয়া হবে না।

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে মাইনাস করে নির্বাচন হবে? তখন দলের নেতারা সমস্বরে বলে ওঠেন ‘ না’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com