বিনা অনুমতিতে নারীদের অশ্লীল ছবি তোলার বহু অভিযোগ অনেকই শোনা যায়। তবে এবার ভারতের কেরালার এক যুবক যা করে বসল, তা সম্ভবত ধারণা করতে পারেননি কেউই। নারীদের স্কার্টের নীচের ছবি তোলার জন্য জুতার মধ্যে মোবাইল ফোন লুকিয়ে রেখেছে এক যুবক ৷ প্রথমে জুতা কেটে আড়াআড়ি ভাবে দুভাগ করত বাইজু নামে সেই যুবক। এরপর একটি ছিদ্র করত৷ মোবাইল ফোনটি এমন ভাবে রাখত যে ক্যামেরাটি সেই ছিদ্রের ওপর থাকত ৷ এরপর আগের মত জুতোটিকে সেলাই করে রাখা হত। নারীদের তার প্রতি কোনও সন্দেহও হয়নি কারণ চটিতে যে মোবাইল ফোন কেউ স্কার্টের নীচের ছবি তুলছে তা কেউ ভাবতেও পারেনি ৷ তবে পুলিশের নজর থেকে বাঁচতে পারেনি সেই ব্যক্তি ৷
বাইজু নামের সেই যুবক কেরালের থ্রিসুর জেলার স্কুল আর্টস ফেস্টিভ্যালে ব্যবহার করেছিল৷ জুতার সাইডে ছিদ্র করে সোলের নীচে ফোনটি এমন করে রাখা ছিল যে ফাঁকা জায়গা থেকে সহজেই ছবি তোলা যাবে ৷ শুধু তাই নয় বাইজু একটি স্পেশ্যাল স্টিল কেস বানিয়েছিল যাতে ফোনটি চাপে পড়ে নষ্ট না হয় ৷ তবে তার ব্যবহার দেখে সন্দেহ হয় এক পুলিশকর্মীর ৷ তাকে ধরে তল্লাশি চালাতেই সামনে আসে সত্যিটা ৷
Leave a Reply