নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে নবীগঞ্জ আসার প্রতিমধ্যে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে এক মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন।স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল নিয়ে যান । বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। আহত হয়েছে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোস্তফাপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফায়েক আহমেদ (১৮)। ফায়েক আহমেদের অবস্থা খারাপ হওয়ার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যেক্ষ্য দর্শীরা জানায়, দ্রুত গতিতে সাইকেল চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্ষা লাগে। ধাক্ষা লাগতে দেখতে পেয়ে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply