স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ধর্ষণের ঘটনায় ধর্ষনকারী ইউপি মেম্বার সাইদুর রহমান (৩৫) কারাগারে। এই খবর এলাকায় পৌছলে আলোচনার ঝড় উঠে।
এ ব্যাপারে থানায় মামলা হলে সোমবার (১৭ অক্টোবর) পুলিশের তাড়া খেয়ে মেম্বার সাইদুর বিজ্ঞ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন। সাইদুর রহমান করগাওঁ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের করগাওঁ গ্রামের প্রবাসী মোশাহিদ মিয়ার স্ত্রী দু’ সন্তানের জননীকে গত ১৩ সেপ্টম্বর রাত ২ টার দিকে পাশের বাড়ির ইউপি মেম্বার সাইদুর রহমান (৩৫) প্রবাসীর ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর পুর্বক ধর্ষণ করে।
গৃহবধুর শোর চিৎকারে ঘুমন্ত তার শিশু কন্যাসহ পাশের ঘরের লোকজন ছুটে আসলে ধর্ষনকারী মেম্বার পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতা প্রবাসীর স্ত্রী নবীগঞ্জ থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের করেন। মামলা নং-১২ তারিখ- ১৫/০৯/২০২২ইং।
মামলা দায়ের করার পর থেকে ওসি ডালিম আহমদ এর নির্দেশে তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশ ধর্ষনকারী মেম্বার সাইদুর রহমানকে গ্রেফতারে একাধিকস্থানে হানা দিয়েও গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশের তাড়া খেয়ে মেম্বার সাইদুর রহমান সোমবার আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন। এ খবর এলাকায় পৌছলে আলোচনার ঝড় উঠে।
স্থানীয় লোকজন বলেন, মেম্বার সাইদুর রহমান এর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী ধর্ষনকারী সাইদুর মেম্বারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।
Leave a Reply