নবীগঞ্জে তাবলীগ জামাতের দু’গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিস্পত্তির আগ পর্যন্ত নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উভয় পক্ষের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টি নিষ্পত্তির লক্ষে আগামী ১২ নভেম্বর উভয় পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সমঝোতা বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশ দাওয়াতে তাবলীগ জামাতের মাওলানা সাদ গ্রুপ ও কারী জুবায়ের গ্রুপ দীর্ঘদিন ধরে দু’ভাগে বিভক্ত হয়ে পৃথকভাবে নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম পরিচালনা করে আসছে। কয়েক দিন ধরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবলীগ জামাতের মাওলানা সাদ গ্রুপ ও কারী জুবায়ের গ্রুপ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি সপ্তাহে একদিন করে পৃথক পৃথক সময়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় জামে মসজিদের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জুবায়ের গ্রুপকে শুধু তবলীগের কার্যক্রম করতে পারবে আর সাদ গ্রুপ মসজিদে কোন কার্যক্রম করতে পারবে না বলে জানায়। এ খবর ছড়িয়ে পড়লে তাবলীগ জামাত সাদ গ্রুপ ও জুবায়ের গ্রুপের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করে।
এ ব্যাপারে জুবায়ের গ্রুপ এর আমীর মিজান উদ্দীন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিলেও আমাদের বাধার মুখে তিনি পরে বলেছেন কার্যক্রম করতে।
সাদ গ্রুপের আমির মোঃ ছাদিকুর রহমান বলেন- আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে আমাদের কার্যক্রম আগামী ১২ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছি। আগামী ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের নিয়ে বসে সমাধান দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ব্যাপরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, উভয় পক্ষের কার্যক্রম বন্ধ থাকবে। পরে বসে এর সমধান করা হবে।
Leave a Reply