স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্বর থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। গত বুধবার রাতে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রেইডিং টিম শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিলেট-ঢাকা রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে।
এ সময় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের কামাল মিয়ার পুত্র মোঃ রিপন মিয়া (২২) ও আব্দুল হাসিমের পুত্র মোঃ শাহিন মিয়া (২০) কে আটক করা হয়। এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেছেন।
Leave a Reply