তথ্য প্রযুক্তি ডেস্কঃ চলতি বছর বেশ কয়েকটি নতুন মডেলের ফোরজি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন দেশের বাজারে আনবে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এ ছাড়া দেশে নতুন ২০টি সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে শাওমির জাতীয় পরিবেশক প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ। সম্প্রতি শাওমির আট বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান কানন।
শাওমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ এপ্রিল আট বছর পূর্ণ করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এ উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতায় বাংলাদেশেও পালিত হয় দুই দিনব্যাপী অনুষ্ঠান। ৬ এপ্রিল গ্রাহকদের জন্য ফ্লাশ সেল ও ৭ এপ্রিল মি-ফ্যান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাওমির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে শাওমি। বাংলাদেশেও তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। এ বছরে নতুন স্মার্টফোন আসবে ও দারুণ যাবে।
Leave a Reply