বিনোদন ডেস্কঃ জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’-এর স্মৃতি এত সহজে ভুলে যাওয়ার কথা নয় দর্শকদের।
দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবিং করা এই মার্কিন সিরিজে বুঁদ হয়েছিলেন ৯০ দশকের বেশিরভাগ টিভি দর্শক। বিশেষ করে তখনকার তরুণ প্রজন্মকে দারুণ আকৃষ্ট করেছিলো রবিনহুড।
এদিকে চলতি প্রজন্মের অনেক দর্শকেরই দেখার সুযোগ হয়নি অ্যাডভেঞ্চারভিত্তিক চমৎকার এই সিরিজটি। পুরনো দর্শকদের স্মৃতিকে আবার নতুন করে জাগাতে এবং নতুন প্রজন্মকে দেখার সুযোগ করে দিতে মাছরাঙা টেলিভিশন প্রচার করতে যাচ্ছে ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’।
১৪ অক্টোবর থেকে সিরিজটির প্রচার শুরু হচ্ছে। দেখা যাবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়। ১৩ অক্টোবর এক মেইল বার্তায় এমনটাই নিশ্চিত করেছেন মাছরাঙা কর্তৃপক্ষ।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply