সংবাদ শিরোনাম :
‘ধর্মঘটের নামে জনগণকে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’

‘ধর্মঘটের নামে জনগণকে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’

নিজস্ব প্রতিনিধি: ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ মোট ৮ দফা দাবি আদায়ে পরিবহন ধর্মঘটের কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সারাদেশে শ্রমিক ধর্মঘটের নামে জনগণকে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।

 

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, ‘আমরা বার বার লক্ষ্য করেছি পরিবহন শ্রমিকরা সড়কে একের পর এক অন্যায় করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলেই ধর্মঘট, অবরোধের নামে দেশের সাধারণ মানুষকে জিম্মি করেন তারা। শ্রমিক কর্মসূচি বাস্তবায়নের নামে চরম ভোগান্তিতে ফেলে দেন নগরবাসীকে। তারা সন্ত্রাসী কায়দায় বার বার মানুষকে জিম্মি করে আইনকে বাধাগ্রস্ত করে। যা কখনো মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘জনগণের জোর দাবির পরও পরিবহন শ্রমিকদের যথেষ্ট ছাড় দিয়ে নতুন সড়ক পরিবহন আইন পাস করেছে সরকার । তবুও তারা এই আইন বাতিলের দাবি করছে। এরা আবারো দেশবাসীকে জিম্মি করে আগের আইনে ফিরে যেতে চায়, যা জনগণ কখনোই মেনে নিবে না। এদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা নেয়া প্রয়োজন।’

কেফায়েত শাকিল আরো বলেন, ‘পরিবহন শ্রমিকরা অন্যায় দাবি নিয়ে একের পর এক জনবিরোধী কর্মসূচি পালন করলেও তাদের বিরুদ্ধে প্রশাসনকে চুপ থাকতে দেখে আমাদের অবাক হতে হয়। সরকার জনগণের তাই আমরা সরকারের কাছে দাবি করছি, যেভাবেই হোক পরিবহন শ্রমিকদের জনগণকে জিম্মি করার আন্দোলন থেকে ফিরিয়ে জনগণের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নিবে।’

পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আইন জনগণের কল্যাণে তৈরি হয়, আর পরিববহন শ্রমিকরা জনগণের বাইরের কেউ না। আপনারা আইন মেনে সড়কে চললে, ফিটনেবিহীন গাড়ি না চালালে কোনো আইনই আপনাদের জন্য সমস্যার কারণ হবে না। এ সময় পরিবহন শ্রমিকদের অযৌক্তিক আন্দোলন প্রত্যাহার করে রাস্তায় গাড়ি নামানোর আহ্বান জানান তিনি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com