লোকালয় ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সন্দেহে দেশি অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর অপারেশন অফিসার রবিউল ইসলাম জানান, শেরেবাংলা নগর থেকে পাঁচজন আর মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-মোহাম্মদপুরের বাসিন্দা মো. আবিদ (২১), মাদারীপুরের মো. ইমন (২০), রংপুরের মো. বাবু (১৯), শেরেবাংলা নগরের মো. রুবেল (২০) ও দক্ষিণ কেরানীগঞ্জের সাইফুল ইসলাম (৩৬)। মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশালের মো. ইমন (১৯), বরিশালের মো. রেজাউল (২০), মোহাম্মদপুরের সুজন (২০) ও লক্ষ্মীপুরের আরিফ হোসেন (৩১)। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, চারটি ছুরি, তিনটি মোবাইল আর তিনটি সিম। রবিউল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, দুটি মামলা হয়েছে। আটকদের থানায় সোপর্দও করা হয়েছে।
Leave a Reply