লোকালয় ডেস্কঃ বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৩ জন দুস্থ ও অসহায়কে ৫ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল মহিষখোলা শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এ টাকা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এসময় আরো ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকেরা।
Leave a Reply