লোকালয় ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ থেকে ফেরা এক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্তের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
আক্রান্ত শ্রমিকের বাড়ি উপজেলার বাকলজোড়া ইউপিতে। তার বয়স ২৭ বছর। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন।
বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, ৪ মে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওই শ্রমিক। খবর পেয়ে ৫ মে তার নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার ওই শ্রমিকের করোনা পজিটিভ আসে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply