সংবাদ শিরোনাম :
দুই নারী ক্রুর কাছে মিলল ৩৬ সোনার বার

দুই নারী ক্রুর কাছে মিলল ৩৬ সোনার বার

দুই নারী ক্রুর কাছে মিলল ৩৬ সোনার বার
দুই নারী ক্রুর কাছে মিলল ৩৬ সোনার বার

নিজস্ব প্রতিবেদক : সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুর কাছ থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

সোমবার ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার ও ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর এপিবিএনের সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে তল্লাশি করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com