সিলেট সংবাদদাতাঃ দি সিলেট ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা,সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সমপন্ন হয়েছে।গত বৃহস্পতি বার সকাল সাড়ে দশটায় হবিগঞ্জের একটি নিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ছাদিকুর রহমানের সভাপতিত্বে এই বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শাকুর বিশেষ অতিথি ছিলসহকারি সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী,আলআমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সিলেট এর প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন,নবীগঞ্জ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান,হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুতয়্যিব মুহাম্মদ নজীব,হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসীন আহমদ।প্রধান অতিথি শিক্ষাবিদ আব্দুস শাকুর তার বক্তব্যে বলেন শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেট ইসলামিক সোসাইটি কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এই মেধাবৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদের উন্নত চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রমকে আরো সম্প্রসারিত করা হবে। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির এককালীন নগদ টাকা,সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply