তুরস্কে ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তুরস্কে ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তুরস্কে ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তুরস্কে ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্কের সরকারী কৌঁসুলিরা ইস্তাম্বুল ও ইজমির প্রদেশে চাকরিরত দুই শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ওই পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ আছে, আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে।

ইস্তানবুলের কৌঁসুলিরা জানান, ঐতিহাসিক ওই নগরীতে কর্মরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।

এ ছাড়া ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তুরস্কের ২০ প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে। ২০১৬ সালের ১৫ জুলাই ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ আহত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com