লোকালয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিনও অবস্থান করেন, তবু তারেক রহমানকে দেশে ফেরত আনতে পারবেন না। কারও কোনও ক্ষমতা নেই তাকে দেশে ফিরিয়ে আনার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। তিনি যেদিন বলবেন আমি বাংলাদেশে যাব, সেদিনই কেবল তাকে আনা যাবে। তার আগে নয়।’
তারেক রহমান ব্রিটিশ আইন মেনেই সে দেশে অবস্থান করছেন দাবি করে বিএনপির এ নেতা বলেন, “বাংলাদেশ সরকার তার লন্ডনে অবস্থান নিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। রাজনৈতিক আশ্রয় পেলে ওই ব্যক্তি যতদিন না বলবে আমার নিজের দেশে যাওয়ার পরিবেশ হয়েছে, তার আগে কারও কোনও ক্ষমতা নেই তাকে দেশে ফিরিয়ে আনার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোনও মূল্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।’ তিনি যেভাবে তারেক রহমানকে আনতে চায় সেভাবে আনা যাবে না।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে অভিযোগ করে মোশাররফ আরও বলেন, ‘আমাদের দাবি তার সুচিকিৎসার সুবিধার্থে মুক্তি দেওয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দমতো চিকিৎসা করতে পারেন।’
খালেদো জিয়া ও বিএনপিকে বাইরে রেখে সরকার আগামী একাদশ সংসদ নির্বাচন করতে চায় বলে মনে করেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, ‘তবে এটা হতে দেওয়া হবে না। খালেদার মুক্তি ও একাদশ নির্বাচন একই সূত্রে গাঁথা। তাই খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা বিষয়ক সম্পাদিকা নূরে আরা সাফা, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মো. মালেক প্রমুখ।
Leave a Reply