তথ্য প্রমাণ পেলে যুবলীগ নেতা সম্রাটকেও ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্য প্রমাণ পেলে যুবলীগ নেতা সম্রাটকেও ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্য প্রমাণ পেলে যুবলীগ নেতা সম্রাটকেও ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তথ্য প্রমাণ পেলে যুবলীগ নেতা সম্রাটকেও ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা- যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। জানান, জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক, যেই হোক না কেন অপরাধের প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি একথা বলেন।

যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একের পর এক তাদেরকে ধরা হচ্ছে। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, কেউ শাস্তির বাইরে যাবে না। অভিযোগের সত্যতা থাকলে, যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার আটক হওয়া জিকে শামীম প্রসঙ্গে তিনি বলেন, সে কীভাবে এতগুলো টেন্ডার পেয়েছে সেটি অন্য বিষয়। তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠান করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতি রোধ করাটা আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তাই যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। এসব কর্মকাণ্ডের সঙ্গে যে দল-মতেরই হোক, কঠোর হাতে তাদের দমন করা হবে।’

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দমন করা হবে।

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com