সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

এম,মুজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের  সদরঘাট নতুন বাজারে আজ শনিবার সকাল ৮টায় দ্রুতগতির  সিলেটগামী  হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস উল্টে গিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বিবিয়ানা গ্যাসফিল্ডে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ শাফি কামাল চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তি, আহত হয়েছেন অন্তত ২০ জন,এর মধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন ৪ জন, আহতদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতাল সহ  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসময় প্রায় দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে গাড়ীর নীচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,শনিবার উল্লেখিত সময়ে  হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস-(পাবনা-ব ০৫-০০০৭) দ্রুত গতিতে উল্লেখিত স্থানে ঢাকাগামী একটি মিতালী পরিবহনকে ওভারটেক করার সময় লাইনচ্যুত হয়ে উল্টে গিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই বাসের নীচে চাপাপড়ে মর্মান্তিক ভাবে নিহত হন বাহুবল উপজেলার স্নানঘাট  গ্রামের ডাঃ মুজিবুর রহমানের পুত্র নবীগঞ্জ বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাফি কামাল চৌধুরী। আহত হয়েছেন অন্ততঃ ২০ জন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়ে লাশ উদ্ধার করে।  শেভরন কর্মকর্তা নিহতের ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
স্বজনদের আহাজারিতে এলাকায় যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com