ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজে কাপড়ের মেলা, স্বাস্থ্য বিধির বালাই নেই

ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজে কাপড়ের মেলা, স্বাস্থ্য বিধির বালাই নেই

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের
পাশে শিমুলতলা নামকস্থানে অবৈধ কাপড়ের মেলা বসাচ্ছেন কতিপয় প্রভাবশালী
ব্যক্তি। প্রশাসনের অনুমতি ছাড়াই ওই স্থানে প্রতি শনিবার সহস্রাধিক
মানুষের অংশগ্রহণে জনসমাগম করে এ মেলা বসানো হচ্ছে। দেশব্যাপী মহামারী
করোনার সময় ওয়াজ মাহফিল, ওরস, সভা সেমিনার, স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ
এবং জনসমাগম নিষিদ্ধ থাকলেও ওই স্থানে কাপড়ের মেলা বসানোর সাথে জড়িত
সংশ্লিষ্টরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। এ মেলায় চুনারুঘাট ও
শায়েস্তাগঞ্জের আশপাশের এলাকা থেকে নারী ও শিশুরা ভিড় করছেন। যারা মানছেন
না সামাজিক দুরত্ব। ফলে জনসাধারণের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা
করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, শিমুলতলা ইছহাক মার্কেটের পেছনে জানে আলম
নামের জনৈক ব্যক্তির নিকট নরসিংদীর দেলোয়ার নামের এক ব্যক্তি এখানে মেলা
বসাচ্ছেন। প্রতি সপ্তাহে এখানে মেলার নামে চলে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ
নানান ধরণের অসামাজিক কার্যকলাপ হচ্ছে। শুধু তাই নয় এ মেলায় যোগ দিয়ে
থাকে দুর দুরান্ত থেকে আসা নানান শ্রেণির অপরাধীরা। ফলে সাম্প্রতিক সময়ে
ওই এলাকায় চুরি, পকেটমার, ছিনতাইসহ সামাজিক অপরাধ বেড়ে গেছে। এ মেলায়
ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে কাপড়, জুতাসহ নানা
ধরণের সামগ্রী নিয়ে আসে। মহামারী করোনাকালে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়িক
ক্ষেত্রে মার খাচ্ছেন। অনেকে বলছেন, দেলোয়ার স্থানীয় কিছু প্রভাবশালী
নেতা পাতি নেতাকে মাসোয়ারা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এখানে এসব অবৈধ
কার্যকলাপ করে বেড়াচ্ছে। ফলে স্থানীয় প্রশাসন এ বিষয়টি দেখেও না দেখার
ভান করে এড়িয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা অভিযোগ
করে বলেন, এরকম বেশি দিন চলতে থাকলে আশপাশের স্থানীয় ও ক্ষুদে ব্যবসায়ীরা
দেউলিয়া হওয়ার আশংকা করছেন। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য
প্রশাসনের নিকট আহবান জানান। নয়তো যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা
করছেন অনেকে। এ বিষয়ে মেলা আয়োজক দেলোয়ার হোসেনের কাছে মেলার অনুমতি আছে
কি না জানতে চাইলে তিনি বলেন, মেলা নয়, প্রশাসনকে অবগত করেই হাট বসাচ্ছি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় জানান, আমি এ বিষয়ে অবগত
নই। অভিযোগ শুনেছি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com