লোকালয় ডেস্কঃ ঢাকা ছেড়েছেন আরো ৩০১ জন মার্কিন নাগরিক। তাদের বহন করা ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে রাতে ফ্লাইটটি ঢাকা ছাড়ে।
এর আগে ১৫৪ জন তুরস্কের নাগরিক ও ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়েন। এছাড়া ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply