সংবাদ শিরোনাম :
ড্রাফটের আগ মুহূর্তে চিটাগং ভাইকিংসে দল না পাওয়া মুশফিক

ড্রাফটের আগ মুহূর্তে চিটাগং ভাইকিংসে দল না পাওয়া মুশফিক

ড্রাফটের আগ মুহূর্তে চিটাগং ভাইকিংসে দল না পাওয়া মুশফিক
ড্রাফটের আগ মুহূর্তে চিটাগং ভাইকিংসে দল না পাওয়া মুশফিক

খেলাধুলা ডেস্কঃ ষষ্ঠ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে মুশফিককে ঘিরেই ছিল আলোচনা। সেই আলোচনা বেশিদূর গড়ায়নি। বিপিএলের ড্রাফট শুরু হওয়ার আগেই মুশফিকের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে যায় তারা। রাজশাহী ছেড়ে দেওয়ায় চিটাগং ভাইকিংসের সামনে মুশফিককে দলে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু চট্টগ্রামের দলটি দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে শুরুতে নিতে ছিলো না। আচমকা ড্রাফট শুরুর আগে দলটি মুশফিককে নেওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানায়। বিপিএল গভর্নিং কাউন্সিলও তা মেনে নিয়েছে।

মুশফিকের অন্তর্ভুক্তির পর কপাল পুড়েছে আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরানের। নিয়ম অনুযায়ী চারজন খেলোয়াড়কে রিটেইন করাতেই তাকে বাদ দিতে হয়েছে চিটাগং ভাইকিংসকে।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে আগেই ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, খুলনা টাইটানসে মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা, সিলেট সিক্সার্সে লিটন দাস, রাজশাহী কিংসে মোস্তাফিজুর রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে তামিম ইকবাল খেলবেন।

নিয়ম অনুযায়ী বিপিএলের প্রতিটি দল দেশি-বিদেশিসহ গতবারের চার জনকে ধরে রাখার পাশাপাশি দুইজন করে বিদেশি খেলোয়াড় ড্রাফটের বাইরে থেকে অন্তর্ভুক্ত করতে পেরেছে।

গত আসরে মুশফিক আইকন হিসেবে ছিলেন রাজশাহী কিংসে। কিন্তু এবার তাকে দলে রাখেনি রাজশাহী, বরং আইকন হিসেবে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। গতবার ১২ ম্যাচে ১৪৬ রান করা মুশফিককে তাই অপেক্ষায় থাকতে হয়েছে।

ড্রাফটের আগে ৭টি দল-

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কিয়েরন পোলার্ড, জেসন রয় ও আন্দ্রে রাসেল।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান ও আলী খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডসন ও আসেলা গুনারত্নে।

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ ও ক্রিস্টিয়ান জনকার।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, লিটন দাস, ডেভিড ওয়ার্নার ও সন্দীপ লামিচানে।

চিটাগং ভাইকিংস: লুক রনকি, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম, সানজামুল হক, মোহাম্মদ শাহজাদ ও রবার্ট ফ্রাইলিঙ্ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com