লোকালয় ডেস্কঃ নিজের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই রাতারাতি ‘সেলিব্রিটি’ বনে গেছেন! সেই পথে হাঁটতে চেয়েছেন এক কিশোর। কিন্তু আশানুরূপ লাইক অর্জন করা সম্ভব হয়নি তার পক্ষে। তাই ওই কিশোর বেছে নিয়েছে আত্মহত্যার পথ!
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে, কিশোর তার বাবার সঙ্গে থাকতেন। লকডাউনের কারণে সম্প্রতি ওই তরুণ সবসময় ঘরেই থাকতেন। সময় কাটাতে ঘরে বসে ভিডিও তৈরি করে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। গত কয়েকদিন ধরে তার ভিডিওতে পর্যাপ্ত লাইক না থাকায় তিনি অবসাদে ভুগছিলেন। এমনকি তিনি এই বিষয়টি তার বাবার সঙ্গেও শেয়ার করেছেন।
নিহতের ময়নাতদন্ত শেষে দেহ তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তার বাবা কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply