সংবাদ শিরোনাম :
টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ

টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ

http://lokaloy24.com/w
http://lokaloy24.com/w

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল্লাহরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন টি-২০ বিশ্বকাপে। অথচ ২০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্টকেই হারিয়েছিল বাংলাদেশ। তার আগে হারারেতে জিম্বাবুয়েকে। টানা তিনটি টি-২০ সিরিজ জিতে বিশ্বকাপ খেলেছিল টাইগাররা। কিন্তু ক্রিকেট মহাযজ্ঞে মাহমুদুল্লাহদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সুপার টুয়েলভে টানা পাঁচ হার এবং প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলাতে পারছে না ঘরের মাঠেও। হারের বৃত্ত থেকে বের হতে পারেনি সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে। আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে নামার আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজ জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু ছন্দহীন মাহমুদুল্লাহদের পক্ষে কি সেটা সম্ভব? হোয়াইটওয়াশ এড়াতে আজ একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। দেখা যেতে পারে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী স্কোয়াডের অন্যতম সদস্য পারভেজ হোসেন ইমনকে। ১৯ বছর বয়সী বাঁ হাতি ওপেনারের জন্য বাদ পড়তে হচ্ছে সাইফ হাসানকে। শুধু পারভেজ ইমন নয়, আজ একাদশে দেখা যেতে পারে ডান হাতি ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বিকে। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে সুযোগ পেয়েছেন রাব্বি। তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি বাংলাদেশ হেরেছিল ৩ উইকেটে। ছন্দে থাকা পাকিস্তান ম্যাচটি জিতেছিল ৪ বল হাতে রেখে। দ্বিতীয় ম্যাচে টাইগাররা হেরে যায় ৮ উইকেটে। দ্বিতীয়টিতে ব্যাটারদের পারফরম্যান্স ছিল খুবই বাজে। বিশেষ করে দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ উদ্বোধনী জুটিতে দুই অংকের রান করতে পারেনি। প্রথম ম্যাচে ৩ এবং দ্বিতীয় ম্যাচে ১ রান যোগ করেন ওপেনারদ্বয়। সেই ধাক্কা সামলাতে পারেনি অপরাপর ব্যাটসম্যানরাও। নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যান গত কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই ওপেনার হিসেবে বারবার নতুন মুখ দেখা গেছে। চলতি পাকিস্তান সিরিজেই অভিষেক হয়েছে সাইফের। কিন্তু দুই ম্যাচে সাইফ রান করেন মাত্র ১। আরেক ওপেনার নাঈমও ব্যর্থ। রান করেন ৩। মিডল অর্ডার ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। আজ টি-২০ সিরিজ শেষ। ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ৪-৮ ডিসেম্বর মিরপুরে। এরপরই দেশে ফিরে যাবে পাকিস্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com