জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ

জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারের তিক্ততা হজম করতে হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বাজে ব্যাটিংয়ে ডুবে গিয়েছিল জয়ের আশা। চেনা কন্ডিশনেও তাই ব্যাটিংটা চিন্তার কারণ হয়ে গেছে বাংলাদেশ দলে। কন্ডিশনে মানিয়ে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে সফরকারীরাও।

সবমিলিয়ে তাই টাইগারদের শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির দিকে ফোকাস করছে স্বাগতিকরা। আগের ম্যাচের স্মৃতি ভুলে জয়ের ধারায় ফেরাই এখন বাংলাদেশ দলের মূল টার্গেট। সাকিব-মাহমুদউল্লাহরা সেরা ক্রিকেট খেলতে পারলে আজই নিশ্চিত হতে পারে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। সিরিজের চতুর্থ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

 

 

 

বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে বুধবার

 

 

 

মিরপুরের উইকেটে দ্রুত রান তোলার সুযোগ নেই। বাউন্ডারি নয়, সিঙ্গেলসের ওপর গুরুত্ব দিতে বলেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। শীষ্যদের উদ্দেশ্যে গতকাল তিনি বলেছেন, ‘নির্দিষ্ট দিনে প্রতিটি উইকেটই ভিন্ন। উইকেট পড়তে পারা, উইকেট অনুযায়ী নিজের খেলাটা মানিয়ে নেওয়াই হলো গুরুত্বপূর্ণ।’ হারের ধাক্কায় আজ বাংলাদেশের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই জয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ছয়ে উঠে গিয়েছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে হেরে আবারও সাত নম্বরে নেমে গেছে টাইগাররা। আজ জিতলে আবারও উন্নতি হবে র‌্যাংকিংয়ে।

আগের ম্যাচের মতোই আজও সাকিব আল হাসানের সামনে থাকছে দুটি রেকর্ড গড়ার সুযোগ। একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটধারী লাসিথ মালিঙ্গার (১০৭) পাশে নাম লেখাবেন সাকিব (১০৬)। দুই উইকেট পেলে মালিঙ্গাকে টপকে হবেন সেরা বোলার এবং আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৬০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করবেন সাকিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com