জয়া আহসান তাঁর জীবনের অসম প্রেমের গল্পের প্রসঙ্গ উঠতেই হেঁসে ওঠেন। বললেন, ‘এটা এতটাই অসম, এর চেয়ে আর অসম প্রেম হতে পারে বলে মনে হয় না। দ্বিতীয় শ্রেণির ছাত্রের কাছ থেকে প্রেমপত্র পাব ভাবিনি। ফয়সাল নামের সেই ছাত্রটি খুব দুষ্টু ছিল। প্রেমপত্র দেখেছে পাশে বসা এক ছাত্রী। সে বলে উঠল, “ম্যাম, ম্যাম, দেখেন, কী লিখছে এটা!” আমি দেখলাম, কাগজের একপাশে আমার একটা ছবি আঁকা, আরেক পাশে একটা হার্ট। আর এই হার্টের মাঝখান দিয়ে একটা তীর চলে গেছে। সেখানে লেখা, ফয়সাল লাভস জয়া মিস! এটা আমার সবচেয়ে ছোট প্রেমিকের কাছ থেকে পাওয়া প্রেমপত্র।’
শিক্ষকতা প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি তখন ইন্টারমিডিয়েট শেষ করেছি। অনার্সে ভর্তির আগে এক বোনের বদলি হিসেবে শিক্ষকতা শুরু করি। শুরুতে ক্ষণস্থায়ী হলেও পরে স্থায়ীভাবে শুরু করি। একসময় ছেড়ে দিই।’
Leave a Reply