স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সরকারি ও পৌরসভার জায়গা দখল করে ফুটপাতে ব্যবসা করে যাচ্ছে একটি মহল। বারবার উচ্ছেদ ও জরিমানার পরও তারা দেদারছে দখল করে ব্যবসা করে যাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজারের খোয়াইমুখ এলাকায় ফুটপাত দখল করে ফলের ব্যবসা করায় ৯ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৪শত টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এবং মোঃ মঈন খান এলিস।
তাদের সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য। এসময় রাস্তায় অবৈধভাবে অস্থায়ী দোকান ও ফলের দোকান সরিয়ে দেয়া দেওয়া হয়। এছাড়াও সব ব্যবসায়ীকে সতর্ক করা হয় যাতে অবৈধভাবে কেউ ফুটপাত দখল না করে। অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
Leave a Reply