সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের ৪৩ জনের করোনা শনাক্ত

জাতীয় সংসদের ৪৩ জনের করোনা শনাক্ত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনা মহামারির মধ্য আগামী ১০ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এবার সীমিত আকারে মন্ত্রী এমপি ও স্টাফদের নিয়ে বাজেট অধিবেশন পরিচালিত হবে।

এরইমধ্যে সংসদে যারা ডিউটি করবে সেসকল আইন শৃঙ্খলাবাহিনী ও স্টাফদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) পর্যন্ত ৫ দফায় ৪৩ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে সরকারি দলীয় হুইপ ইকবালুর রহিম বলেন, যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে বাজেট অধিবেশন হচ্ছে। তাই আমরা আগে থেকেই সর্তক অবস্থান নিয়েছি। যারা ডিউটি করবে তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। যাদের পজিটিভ আসছে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। মুশকিলটা হচ্ছে যাদের পজিটিভ আসছে তাদের অনেকেরই কোনো উপসর্গ নাই। তারপরেও সবার পরীক্ষা করিয়ে আমরা নিশ্চিত হচ্ছি। সবার টেস্ট হলে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে করোনা পরীক্ষার বিষয়ে সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বলেন, এখন পর্যন্ত ৫ দফায় ৪৫০টির মতো টেস্ট করা হয়েছে। তার মধ্যে সংসদের ৪৩ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিভিট পেয়েছি। এর মধ্যে আজ সোমবার ১১ জনের শরীরে, গতকাল রোববার ১৬ জনের শরীরে এবং শনিবার চারজনের মধ্যে করোনা শনাক্ত হয়।

আনসার সদস্যদের মধ্যে অনেকে পজিটিভ আসছে বলে শোনা যাচ্ছে এ বিষয়ে বলেন, আমার চোখে এরকম কেউ পড়েনি। আর আনসার পুলিশ সদস্যদের কেউ পজিটিভ ডিউটি করছে এরকম কখনও হবে না। এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া আছে। কাজেই যাদের পজিটিভ তাদের আগে থেকেই ডিউটি ক্লোজড করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যাদের পজিটিভ আসছে তারা অধিকাংশ গত কয়েক দিন সংসদের বিভিন্ন মিটিং ও সংসদের কাজে ভেতরে আসা যাওয়া করেছেন। স্পিকার, চিফ হুইপ, হুইপদের সঙ্গে বৈঠক করেছেন। সংসদ সচিবালয়ের বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। তবে আজকের মিটিং-এ তাদের কাউকে ডাকা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com