সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মিশনে যোগ দিতে চট্টগ্রাম ছাড়লেন নৌ সদস্যরা

জাতিসংঘ মিশনে যোগ দিতে চট্টগ্রাম ছাড়লেন নৌ সদস্যরা

জাতিসংঘ মিশনে যোগ দিতে চট্টগ্রাম ছাড়লেন নৌ সদস্যরা

লোকালয় ডেস্ক : সজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর  ৮০ সদস্যের একটি দল চট্টগ্রাম ত্যাগ করেছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর সদস্যরা লেবাননে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়ে’ যোগদানের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন এম আবদুস সামাদ নৌ সদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও লেবাননগামী নৌ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ক্যাপ্টেন এম আবদুস সামাদ জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে ইউনিফিলে (জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

 

ক্যাপ্টেন সামাদ আরো জানান, নতুন করে যোগ দেওয়া নৌ সদস্যরা লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে কাজ করবে। এরই মধ্যে লেবানিজ জলসীমায় অবস্থান করা যুদ্ধজাহাজ ‘বিজয়’ মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানন নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ করে যাচ্ছে। শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর  অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com