বোকো হারামের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করায় সন্দেহভাজন ২৪৪ জন জঙ্গি মুক্তি দিল নাইজেরিয়ার সেনাবাহিনী। সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই লক্ষ্য বলে জানিয়েছে দেশটির সেনাবানিহী। বোকো হারামের সঙ্গে এদের প্রত্যক্ষ কোন সম্পর্ক না থাকার প্রমাণ পাওয়ার পরেই এদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেনা সূত্রে খবর। যে ২৪৪ জনকে ছাড়া হয়েছে তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৫৬ জন মহিলা,১৯ জন কিশোর-কিশোরী, ও ৫১ জন শিশু ছিল বলে দেশটির অপারেশনাল কমান্ডার মেজর জেনারেল রজার্স নিকোলাস জানিয়েছেন।
তিনি আরো জানান, মুক্তি পাওয়ার পরেই এরা প্রত্যেকে সেনা বিশেষ প্রকল্পে যোগ দেবে, যেখানে মূলত জঙ্গি বিরোধী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। তারপরেই তাদের আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে। প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠির সঙ্গে সংঘাতে গত ৮ বছরে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। চলতি জানুয়ারি মাসেই এই জঙ্গি সংগঠনের হামলায় অন্তত ২০ নিহত হন। আগেও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
Leave a Reply