জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ব্যর্থতার কথা স্বীকার করেছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। আর এ জন্য যুবকদের ‘আসক্তি’কে দায়ী করেছেন তিনি। এ থেকে মুক্তি পেতে পরিবার থেকে শুরু করে সমাজ সচেতনতার ওপর জোর দিয়েছেন আইজিপি।
আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহকে সামনে রেখে শনিবার পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।
এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘মাদক নির্মূল করতে আমরা ব্যর্থ হয়েছি, আবার জঙ্গিবাদ নির্মূল করতেও ব্যর্থ হয়েছি। এর কারণ হল আসক্তি।’
‘জান্নাতের স্বপ্ন দেখা যুবকদের মধ্যে এক ধরনের আসক্তি রয়েছে। আবার মাদকের ব্যাপারেও যুবকদের আসক্তি রয়েছে। এর থেকে মুক্তি পেতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতন হতে হবে।’
তবে জঙ্গিবাদের পাশাপাশি মাদক নির্র্মূলেও পুলিশ শূন্য সহনশীলতার নীতিতে রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের কোন সদস্যও যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাদেরকে মামলা হবে, গ্রেপ্তার হবে।’
‘যেখানেই পেয়েছি সেখানেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কোন কিছু গোপন করি না। সে কারণে আপনারা তথ্য পেয়ে থাকেন। কিন্তু অনেকেই অনেক কিছু গোপন করে থাকেন।’
Leave a Reply