সংবাদ শিরোনাম :
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক : লাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়াকে ঢাকার একটি বিশেষ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে।

 

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, মঙ্গলবার (২৪ জুলাই) মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির তারিখ ধার্য ছিল। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তাকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। এ সময় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলে আদালত মুনানী শেষে আগামী ৩১ জুলাই পর্যন্ত জামিন বহাল থাকার নির্দেশ দেয়।

 

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

 

মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com