স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। পুরাতন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে ২ জন পরিদর্শিকা কোনো রকমে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসক নিয়োগ থাকলেও তিনি সেখানে যান না। ফলে বন্ধ আছে চিকিৎসা সেবা।
স্থানীয় আলাবক্সপুর গ্রামের বাসিন্দা মিনহাজুল আবদাল শাহ (ফারুক) বলেন, এখানে এমবিবিএস ডাক্তার দেওয়া হয়েছিল শুনেছি কিন্তু কোন দিন এখানে কোন ডাক্তারকে চিকিৎসা দিতে দেখিনি। হাসপাতাল ভবনটিতে পানির কোন ব্যবস্থা নেই। এতে করে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
Leave a Reply