চুনারুঘাট হাসপাতালে চোরের উপদ্রব: ২ মোবাইল চোর আটক
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোরের উপদ্রব বেড়ে গেছে। টাকা পয়সাসহ খোয়া যাচ্ছে মোবাইল ফোন। এরই মধ্যে আজ রোববার ২ মহিলা মোবাইল চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ধৃত ২ জনেরই বাড়ি নাসির নগর উপজেলার দরমন্ডলে।
জুনেল তরফদার নামে ব্যক্তি হবিগঞ্জের সাংবাদিকদের জানান গত ১৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে তার বোনের ১টি মোবাইল চুরি হয়। তারপর তিনি ডাঃ মোজাম্মেলের কাছে হাসপাতালের সিসিটিভি ফুটেজটি দেখার অনুরোধ করেন। ডাঃ মোজাম্মেল ২ দিন পরে আসতে বলেন। ২ দিন পরে গেলে সিসিটিভি ফুটেজ ১দিনের বেশী থাকেনা বলে জানান ওই ডাক্তার।
ভুক্তভোগীদের অভিযোগের শেষ নেই। অনেকেই বলেন হাসপাতালে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার না করলে এ রকম ঘটনার পুনরাবৃত্তি হবে বারবার।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply