স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা নূরে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার পূর্ব আমতলা গ্রামের আবুল হোসেনের ছেলে টমটম চালক ফুল মিয়া (৪৩) ওই শিশু কন্যাটিকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষিতা শিশু কন্যাটি উপজেলার পীরপুর বাঘমারা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে চুনারুঘাট থানা পুলিশ ধর্ষিতা শিশু কন্যাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল রিপোর্টের জন্য প্রেরণ করেছে। ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply