রায়হান আহমেদ, চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে চুনারুঘাট উপজেলার সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মেধবী শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তি তুলে দেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, তাতীঁলীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, এম মুখলিছুর রহমান প্রিন্সিপাল, শিক্ষক শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সুহেল আরমান, মানিক চন্দ্র দেব প্রমুখ।
প্রসঙ্গত, মেধাবী ৯২ জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও বৃত্তি তুলে দেয়া হয়।
Leave a Reply